এবার কি বাংলাদেশের দিকে নজর চীনের?
পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার পর চীন কি এবার বাংলাদেশের দিকে হাত বাড়ানোর কৌশল নিয়েছে?
অর্থনৈতিক আগ্রাসন নীতির মাধ্যমে ইতিমধ্যেই আফ্রিকার কিছু দেশকে নিজের হাতের মুঠোয় করেছে চীন । এই মুহূর্তে এশিয়াতে একমাত্র ভারত আর জাপানই চীনের স্ট্রং প্রতিপক্ষ।
নেপালের পার্লামেন্ট অলরেডি চীনের ইশারায় নাচতে শুরু করে দিয়েছে। জঙ্গি কার্যকলাপে সাহায্যের মাধ্যমে পাকিস্তানকেও হাতের মুঠোয় নিয়েছে।
এশিয়ার সব দেশই চীনের আগ্রাসন চলেছে। বাংলাদেশেও পাওয়ার প্রজেক্ট শুরুর নাম নিয়ে চীন এন্ট্রি নিয়ে নিয়েছে। অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কেবল সময়ের অপেক্ষা।