কাশ্মীরে বন্ধ হতে পারে 148 বছরে ঐতিহ্য

১৮৭২ সালে ডগরা রাজপরিবারের পক্ষ থেকে সিধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যের রাজধানী হিসাবে শ্রীনগর এবং জম্বু এই দুই শহরকেই প্রাধান্য দেওয়া হবে। সেই থেকে আজ অব্ধি গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে শ্রীনগর এবং শীতকালীন রাজধানী হিসাবে জম্বু কেই ব্যাবহার করা হচ্ছে। এই রাজধানী স্থানান্তর স্থানীয় ভাষায় “ দারবার মুভ” নামেই পরিচিত।

   

 

 

কাশ্মীরে বন্ধ হতে পারে 148 বছরে ঐতিহ্য

 

 

 

রাজ্যের প্রসাশনিক কাজের ক্ষেত্রেও এই দুই স্থানই রাজধানী হিসাবে কাজ করে।

মে মাস থেকে অক্টোবর অব্ধি রাজ্যের রাজধানী থাকে শ্রীনগর এবং বছরের বাকি ছয় মাস রাজধানী থাকে জম্বু।

 

কিন্তু বর্তমানে কাশ্মীরের আদালত ১৪৮ বছরের প্রাচীন ঐতিহ্য কেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

কোর্টের বক্তব্য বছরে দুইবার রাজধানীর স্থানান্তর শুধুমাত্র অর্থরে অপচয় ছাড়া আর কিছুই নয়। কোর্টের পর্যবেক্ষণ অনুসারে

 

  • প্রতি বছর প্রায় দশ হাজার সরকারি কর্মচারীকে স্থান পরিবর্তন করতে হয়
  • কয়েকশো ট্রাকের মাধ্যমে সরকারি কাগজ, ফাইল নথির স্থান পরিবর্তন করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ হয়।
Powered by Blogger.