ভারত মহাসাগরে ইরনের আর্মি বেস, দুশ্চিন্তায় আমেরিকা
ইরানের ইসলামিক রিভলুসন করপ্স ভারত মহাসাগরে তাদের মিলিটারি বেস গঠন করতে চলেছে।
আগামী বছরের মার্চ মাসের মধ্যেই সম্পূর্ণ হবে এই মিলিটারি বেস গঠনের কাজ। ইসলামিক রেভুলিউসন গার্ডইয়ের নেভি কমান্ডার আলিরেজ আনসারই একথা ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন, ভারত মহাসাগরে পার্শ্ববর্তী অঞ্চল গুলিতে মাছ ধরতে যাওয়া অথবা পন্য বাহী জাহাজ গুলিকে জলদস্যুদের আক্রমন থেকে রক্ষা করাই তাদের উদ্দশ্য।
ইসলামিক রিভলিউসন গার্ড আদতে ১৯৭৯ সালের ইরান আর্মড ফরসেরই নবতম রুপ। ইরানি রিভ্যুলেননের পরে নতুন নামকরন হয়। তবে এই সংগঠনকে আমেকিরা, বাহারিন সহ আরও কিছু দেশ জঙ্গি সংগঠন হিসাবেই চেনে। সেইজন্যই এই ঘোষণাকে মোটেই সুনজরে দেখছেনা আমেরিকা, বাহারিন, সৌদি আরব সহ অন্যান্য দেশ গুলি।